কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে রেকর্ড সর্বোচ্চ চা উৎপাদন

বণিক বার্তা প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৯:১৯

শ্রমিক সংকট, খরাসহ নানা কারণে কয়েক মাস ধরে দেশে চা উৎপাদন আশানুরূপ ছিল না। তবে মৌসুমের শেষেও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সেপ্টেম্বরে ইতিহাসের রেকর্ড চা উৎপাদন করেছে দেশের বাগানগুলো। আগস্টে সিলেট অঞ্চলে লাগাতার শ্রমিক আন্দোলনের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম চা উৎপাদন হয়। তবে সেটি অনেকটাই পুষিয়ে দিয়েছে পরের মাস সেপ্টেম্বর, এ সময় চা উৎপাদন হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার কেজি। এতে চলতি বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০ কোটি কেজি চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


খাতসংশ্লিষ্টরা জানান, বাগান সম্প্রসারণ, নতুন করে বিনিয়োগ এবং বাগান উন্নয়নে মালিকদের বিভিন্ন পদক্ষেপে চা উৎপাদন ক্রমেই বাড়ছে। উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। তবে আগস্টের ভরা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ার পাশাপাশি শ্রমিক ধর্মঘট লক্ষ্যমাত্রায় শঙ্কায় ফেলে দিয়েছিল চা বোর্ডকে। পরে সেই সমস্যার সমাধান করে সেপ্টেম্বরের শুরুতে চা উৎপাদন বাড়াতে সচেষ্ট হয় শ্রমিক-মালিকসহ সব পক্ষ। পাশাপাশি ওই সময় পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে অনুকূল আবহাওয়া, ভর্তুকি মূল্যে সার বিতরণ, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপে ঘুরে দাঁড়ায় দেশের চা শিল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও