কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যমুনা ব্যাংকে আবার এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১৮:৫৩

বেসরকারি যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। ২১ অক্টোবর থেকে তাঁর নতুন মেয়াদ শুরু।


মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন তিনি। পরে প্রাইম ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি যমুনা ব্যাংকে এসএভিপি হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে একই ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও ২০১৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৯ সালের ২১ অক্টোবর তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি ট্রেজারি ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ঋণ ব্যবস্থাপনাসহ নানা দায়িত্ব পালন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও