কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়েড চোট পেলে অস্ট্রেলিয়ার ‘বিশেষজ্ঞ’ উইকেটকিপার কে

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১৫:৩৭

প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের মাঝে ছুটির দিনে গলফ খেলতে গিয়ে হাত কেটে ফেলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার–ব্যাটসম্যান জস ইংলিস। তাঁর বদলি হিসেবে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।


ইংলিস অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে ছিলেন, যিনি ব্যাটও করতে পারেন। তাঁর বদলি হিসেবে মিডিয়াম পেস অলরাউন্ডার গ্রিনকে অস্ট্রেলিয়ার ডাকার অর্থ হলো, এবার ১৫ জনের দলে কোনো ব্যাকআপ উইকেটকিপার থাকছে না।


বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল উইকেটকিপার ম্যাথু ওয়েড। তিনি চোট পেলে তখন হয়তো এই জায়গায় বদলির কথা ভাববে অস্ট্রেলিয়া। তবে এতেও ঝুঁকি থাকে। ওয়েড ম্যাচের মধ্যে চোট পেলে উইকেটকিপিংয়ে অনভ্যস্ত কাউকে হয়তো হাতে গ্লাভস তুলে নিতে হবে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে একবার হাতে কিপিং গ্লাভস তুলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও