![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-10%2F58a05c49-8d04-41b9-ad4e-a87c90fccefe%2Finsein_prison_191022_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
মিয়ানমারের ইনসেইন কারাগারে বিস্ফোরণ, নিহত ৮
মিয়ানমারের ইয়াঙ্গনে কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে।
স্থানীয়রা বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছে, বুধবার সকালে কারাগারের প্রবেশপথে দুটো পার্সেল বোমা বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিন কর্মী এবং পাঁচ দর্শণার্থী নিহত হন।
ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। সেখানে আছে প্রায় ১০ হাজার বন্দি। এদের বেশিরভাগই রাজনৈতিক বন্দি।
কারাগারে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলায় আরও ১৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন কর্মকর্তারা।