কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিয়ের পর কি বাবা-মায়ের সঙ্গেই থাকতে চায় তরুণ প্রজন্ম? কী বলছে হালের সমীক্ষা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১৬:৪৮

বিয়ের পর কি বদলে যায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের রসায়ন? অধিকাংশ বাড়িতেই দেখা যাচ্ছে, বাড়িতে বয়স্ক বাবা-মা একা। ছেলে-বউ হয় কাজের সূত্রে অন্য শহরে বা একই শহরে অন্যত্র সংসার পেতেছেন। বিয়ের পর আদৌ কি ভারতীয়রা বাবা-মায়ের সঙ্গে থাকতে চাইছেন, এ নিয়ে একটি ডেটিং অ্যাপের সমীক্ষা ফল উত্তেজনা ছড়িয়েছে। ডেটিং অ্যাপের সাবস্ক্রাইবারদের নিয়ে দু’টি সমীক্ষা চালানো হয়েছে।


প্রথম সমীক্ষাটি ২৫-৪০ বছর বয়সি অবিবাহিত মহিলা ও পুরুষদের নিয়ে করা হয়েছে। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, মুম্বই, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাইয়ে বসবাসকারী ১০০০ জন তরুণ-তরুণী এই সমীক্ষায় অংশ নেন। বাবা-মায়ের সঙ্গে থাকলে ভাড়া থেকে রক্ষণাবেক্ষণ এবং আরও অনেক খরচ বাঁচানো সম্ভব, তাই ১০ শতাংশ মহিলা উত্তরদাতা বিয়ের পর স্বামীর বাবা-মায়ের সঙ্গেই থাকতে চেয়েছেন। অপর দিকে ১৫ শতাংশ মহিলা বিয়ের পরেও তাঁদের পিতা-মাতার সঙ্গেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। আর বাকিরা আলাদা কোথাও সংসার পাতার পক্ষে মত দিয়েছেন। পুরুষ উত্তরদাতাদের মধ্যে ৮৫ শতাংশই বিয়ের পর বাবা-মায়ের থেকে আলাদা থাকতে চেয়েছেন। ৫ শতাংশ স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে থাকতে চেয়েছেন। আর মাত্র ১০ শতংশ পুরুষ নিজের বাবা-মায়ের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিয়ের পর যাঁদের সন্তান হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশই চাইছেন যে, বাবা-মায়েরা তাঁদের সঙ্গেই থাকুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও