জরুরি রিজার্ভ থেকে আরও তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জাগো নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১৬:১৬

জরুরি রিজার্ভ থেকে আরও তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কম রাখতে ইউএস স্ট্র্যাটিজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে আরও তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।


তেল পুনরায় মজুত করার সময় সম্পর্কে প্রশাসন বিশদ তথ্য প্রকাশ করবে বলেও আশা করা হচ্ছে। তেলের দাম যেন আর না বাড়ে তা নিয়ন্ত্রণ করতেই মূলত এই পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার। জ্বালানির দাম বেড়ে গেলে প্রয়োজনে আরও তেল সরবরাহ সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় জ্বালানির মূল্য সম্পর্কেও পরিষ্কার ধারণা দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও