মায়াপ্পনের হ্যাটট্রিক, নিশাঙ্কার ঝড়ো ব্যাটিং, শ্রীলঙ্কার ১৫২
এক ম্যাচে সব ধরনের আমেজই পেয়ে গেলো সমর্থকরা। একদিকে ব্যাটারের হাতে চার-ছক্কার মার, অন্যদিকে বোলারের হাতে হ্যাটট্রিকের ঘটনা এবং চ্যালেঞ্জিং স্কোর- সবই হলো।
জিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো ৭৪ রানের ওপর ভর করে আরব আমিরাতের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আবার হ্যাটট্রিকও করেছেন আরব আমিরাতের লেগব্রেক বোলার কার্তিক মায়াপ্পন।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার নিশাঙ্কা এবং কুসল মেন্ডিস মিলে ৪২ রানের জুটি গড়েন। এ সময় ১৮ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস। ওয়ান ডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পাথুম নিশাঙ্কা গড়েন ৫০ রানের জুটি।
দলীয় ৯২ রানের মাথায় ২১ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান ধনঞ্জয়া ডি সিলভা। ইনিংসের ১৫তম ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন লেগ স্পিনার কার্তিক মায়াপ্পন। ৮ বলে ৫ রান করে প্রথমে আউট হন ভানুকা রাজাপাকসে।