চীনের ওয়াইএমটিসির চিপ ব্যবহার করবে না অ্যাপল
চীনের ইয়াংটজি মেমোরি টেকনোলজিস কোম্পানির (ওয়াইএমটিসি) চিপ ব্যবহারের পরিকল্পনা বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নিক্কেই প্রকাশিত প্রতিবেদনের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রযুক্তি ও চিপ সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে চীনের রাষ্ট্র মালিকানাধীন ওয়াইএমটিসির ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহারের পরিকল্পনা করে অ্যাপল। সে সময়ে জনসাধারণ এ বিষয়ে অবগতও হয়েছিল। আইফোনে এ চিপ ব্যবহারের পাশাপাশি চীনের বাজারে বিক্রিরও পরিকল্পনা ছিল।
অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, আইফোন তৈরিতে ওয়াইএমটিসি থেকে প্রয়োজনীয় ৪০ শতাংশ পর্যন্ত চিপ কেনার কথা বিবেচনা করছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। তবে এ বিষয়ে কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করতে রাজি হয়নি।