আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন রহিমা—আদালতে বললেন ছেলে

প্রথম আলো খুলনা সদর থানা প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ২২:৫৯

রহিমা বেগম (৫২) আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁর ছেলে মোহাম্মদ মিরাজ আল শাদী। আজ সোমবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আহম্মেদের আদালতে জবানবন্দিতে তিনি এ কথা জানান।


বিষয়টি নিশ্চিত করে খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে পিবিআই কার্যালয়ে এসে মোহাম্মদ মিরাজ আল শাদী তাঁর মা রহিমা বেগমের বিরুদ্ধে জবানবন্দি দিতে আগ্রহী বলে জানান। পরে পুলিশ তাঁকে আদালতে নিয়ে যায়। সন্ধ্যায় মায়ের বিচার চেয়ে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন মিরাজ।


সৈয়দ মুশফিকুর রহমান বলেন, রহিমা বেগম বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মিথ্যা কথা বলেছিলেন। এটা মেনে নিতে পারছেন না তাঁর ছেলে। তিনি মায়ের বিচার চান। এ জন্য স্বেচ্ছায় মায়ের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও