ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের অস্ত্রধারী দেহরক্ষী, ভোটকক্ষে প্রবেশ করতে পারেননি সাংবাদিকেরা

প্রথম আলো রূপগঞ্জ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৮:৩৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আরেক ইউপি সদস্যকে জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে আসতে দেখা গেছে। এদিকে আড়াইহাজার উপজেলায় পর্যবেক্ষক কার্ডধারী সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।


বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, রূপগঞ্জের মুড়াপাড়া সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন কায়েতপাড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউপির প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান। এ সময় তাঁর সঙ্গে দুজন অস্ত্রধারী দেহরক্ষী ছিলেন। বজলুর রহমান কেন্দ্রে প্রবেশের সময় অস্ত্রধারীরা কেন্দ্রের বাইরে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত দেহরক্ষীরা কেন্দ্রের বাইরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করেন। বজলুর রহমান রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বেশ কিছু মামলা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও