খোলাবাজারে ডলারের দাম কমেছে
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৯:২৬
দেশে খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে। মতিঝিল ও পল্টনের মানি এক্সচেঞ্জ গতকাল খোলাবাজারে প্রতি ডলার ১০৮ টাকা ৭০ পয়সায় ক্রয়-বিক্রয় হয়েছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১১৪ টাকা ৫০ পয়সা। হাউসগুলো ঘুরে এসব তথ্য জানা যায়।
এর আগের দিন শনিবার খোলাবাজারে ১১১ টাকা ৫০ পয়সায় প্রতি ডলার বিক্রি করা হয়েছে। এক সপ্তাহ আগেও এক ডলার কিনতে গ্রাহককে খরচ করতে হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা।
গত সেপ্টেম্বরের শুরুর দিকে ডলারের সর্বোচ্চ রেকর্ড বিক্রয়মূল্য ছিল ১২০ টাকা পর্যন্ত। এ সময় ডলারের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ পরিদর্শন শুরু করে। তখন অবৈধভাবে ডলার ব্যবসার অভিযোগে ৪৫টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর সনদ না থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে