ক্রিকেট জনকদের হাতে বিশ্বকাপ
চ্যানেল আই
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১৫:৩৩
প্রথম রাউন্ডের লড়াই দিয়ে রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে। সাতটি বিশ্বকাপ পেরিয়ে এসেছে ২০ ওভারের ক্রিকেটের রোমাঞ্চকর যাত্রা। সাউথ আফ্রিকায় বসেছিল প্রথমটি। তৃতীয়টি ওয়েস্ট ইন্ডিজে। ঘটনাবহুল আর উত্তেজনায় ঠাঁসা প্রতিটি আসরের স্মৃতি তুলে আনছে চ্যানেল আই অনলাইন। এপর্বে থাকছে ২০১০ মহাযজ্ঞের স্মৃতিগাঁথা।
বিংশ শতাব্দীতে ওয়ানডে ফরম্যাটে তিনবার ফাইনালে ওঠার পরও চ্যাম্পিয়ন হতে না পারার হতাশায় পুড়েছিল ইংল্যান্ড। ক্রিকেটের জনক ইংলিশদের জন্য বিশ্বকাপ ট্রফিটা অধরা থেকে যাচ্ছিল। ২০ ওভারের ক্রিকেটে এসে তাদের সৌভাগ্যের দুয়ার খুলে যায়। প্রথমবার বিশ্বজয়ের আনন্দে মাতে ব্রিটিশরা।
মজার ব্যাপার, সেবার ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ আয়োজনেরই কথা ছিল না। মূলত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি! সেই টুর্নামেন্ট আয়োজন না করে পরিবর্তে হয়েছিল টি-টুয়েন্টি বিশ্বকাপ।
- ট্যাগ:
- খেলা
- টি-টুয়েন্টি বিশ্বকাপ