You have reached your daily news limit

Please log in to continue


বাজারে শীতের সবজি, দামও বেশ চড়া

শীত আসতে আরও দুই মাস বাকি। তবে এর মধ্যেই বাজারে আসতে শুরু করেছে নানা ধরনের শীতের সবজি। রাজধানীর প্রতিটি বাজারেই চোখে পড়ছে ডালা ভরে রাখা মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি ও গাজর। এসব আগাম শীতকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।

ক্রেতারা বাড়তি দাম নেওয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় শীতের সবজি একটু বেশি দামে বিক্রি হচ্ছে, তবে দু-এক সপ্তাহের মধ্যে এই দাম কমে যাবে।

এদিকে বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মাছ ও ডিমের দাম। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার, বঙ্গবাজার এবং রামপুরা কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন