নিজের ভুলে চুলের ক্ষতি
প্রতিদিনকার চুলের যত্নে কিছু ভুল থাকার কারণে অনেকেরই চুল পড়ে। কী সেই ভুল আর পরিত্রাণ কী জানালেন রূপবিশেষজ্ঞ আমিনা হক
যাদের স্ক্যাল্প তৈলাক্ত তারা বাইরে বের হলে চুল ময়লা হয় এবং স্ক্যাল্পও ঘেমে যায়। এ সমস্যায় অনেকেই প্রতিদিনই শ্যাম্পু করেন। এ ক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু বা সালফেট, প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। হার্শ শ্যাম্পু ব্যবহারে কালার ট্রিটেড হেয়ার খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। তাই চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিতে হবে। অনেকে দেখা যায় সপ্তাহে এক দিনও শ্যাম্পু করেন না। ফলে চুলের ন্যাচারাল সিবামের সঙ্গে ধুলোবালি মিশে স্ক্যাল্পে লেয়ার তৈরি হয়। এতে চুলের গোড়া নরম ও খুশকির সমস্যা দেখা দেয়।
অজ্ঞতা বা অসাবধানতায় কন্ডিশনার স্ক্যাল্পে দিয়ে দেন। শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কারের পর ভেজা অবস্থায় চুলের মাঝামাঝি লেন্থ থেকে শেষ পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কন্ডিশনার স্ক্যাল্পে লাগলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে।