দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় পূর্ণিমা

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৯:১৭

কদিন আগেই জানা গেছে, নির্মাতা ছটকু আহমেদের নতুন সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের গ্ল্যামার কুইন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। এতে ফেরদৌস আহমেদ আছেন পূর্ণিমার সঙ্গে। আরও আছেন সুচরিতা, শাহনূর, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাসের মতো অভিনয়শিল্পীরা। সেপ্টেম্বরের শুরুর দিকে ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূর্ণিমা। তখন নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছিলেন, ১৬ অক্টোবর থেকে শুরু হবে শ্যুটিং। সেটাই হচ্ছে। দীর্ঘদিনের বিরতি পেরিয়ে পূর্ণিমা আগামী রবিবার থেকে আবার সিনেমার চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’


জানা গেছে, রবিবার থেকে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট, হজক্যাম্পসহ বিভিন্ন জায়গায় চলবে ‘আহারে জীবন’-এর শ্যুটিং। করোনাকালে কিছু ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। এতে ফেরদৌস অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর সহজ-সাধারণ এক মেয়ে দোলা চরিত্রে থাকবেন পূর্ণিমা। ‘আহারে জীবন’ সিনেমার নির্মাতা ছটকু আহমেদ বাংলা চলচ্চিত্রের অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তার। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও