সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি আ.লীগে

দেশ রূপান্তর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৯:১৫

দ্বাদশ সংসদ নির্বাচন কেমন হবে, দেশের রাজনীতিতে এটাই এখন আলোচনার মুখ্য বিষয়। বিএনপিসহ দেশে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে সোচ্চার হয়ে উঠছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন ফোরামে কথা বলছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের ওপর বিদেশিদের চাপও বাড়ছে।


তবে নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত কী হবে তা এখনো সুস্পষ্ট হয়নি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মাঠের প্রধান বিরোধী দল বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার দাবিতে অনড়। তবে কার অধীনে আগামী নির্বাচন হবে বিদেশিরা সে বিষয়ে অবস্থান না নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছে।


এ পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কৌশল নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটিও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০১৪ ও ’১৮ সালের ‘মডেলে’ যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্ভব হবে না সেটা ধরে নিয়েই এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এ বার্তা সর্বস্তরের পৌঁছে দেওয়া হয়েছে। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়ার পর ক্ষমতাসীনরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সে কারণে আগামী সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে ভাবতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও