প্রিজাইডিং অফিসারদের বাধ্য করা হয়েছে নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ঘোষণায়

ডেইলি স্টার গাইবান্ধা সদর প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৯:১৪

গাইবান্ধা-৫ উপনির্বাচনে গত বুধবারের ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে মর্মে লিখিত বক্তব্য দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বাধ্য করেছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসার।


অনেকে দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের বিবৃতিতে মোট ভোটের পরিসংখ্যান লিখতে বাধ্য করেছেন।


দনানা অনিয়মের মধ্যে 'পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে' চলে যাওয়ায় এই আসনের উপনির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।


গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অনিয়মের জন্য স্থানীয় প্রশাসন ও প্রিজাইডিং কর্মকর্তাদের দায়ী করে কমিশন।


সাঘাটা উপজেলার মাথরপাড়া দাখিল মাদ্রাসার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মশিউর রহমান জানান, গোপন বুথে আওয়ামী লীগ নেতাদের বেআইনি প্রবেশের কারণে দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও