মিয়ানমার থেকে আর পণ্য নেবে না মার্কস অ্যান্ড স্পেনসার
সমকাল
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১৭:১৮
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) আগামী বছর থেকে মিয়ানমারের কাছ থেকে পোশাক শিল্প সংক্রান্ত পণ্য কেনা বন্ধ করবে। কারণ হিসেবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের কথা জানিয়েছে এমঅ্যান্ডএস।
গত ১১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বাণিজ্যের ক্ষেত্রে নৈতিকতা রক্ষা করা তাদের ব্যবসায়িক কৌশলের অন্যতম মূলভিত্তি।
বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের সাপ্লাই চেইনের কোনো অংশে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে সহ্য করি না এবং আমরা মিয়ানমারের বাজার থেকে ২০২৩ সালের মার্চে বের হয়ে আসার জন্য আমাদের এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী একটি দায়িত্বশীল উপায় খুঁজছি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্ধ ঘোষণা
- পণ্য ক্রয়