পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বাস্তবায়ন জুলাই-সেপ্টেম্বরে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৮:২৬
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পরিস্থিতি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভালো পর্যায়ে আছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের হিসাবে প্রায় সাড়ে ৯ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ২৪ হাজার ১৪৭ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া গেছে। চলতি অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।
সরকার যখন কৃচ্ছ্রসাধনের চেষ্টা করছে, তখন আগের বছরের প্রথম তিন মাসের চেয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেশি খরচ করা হয়েছে। গত বছর একই সময়ে এডিপির ১৯ হাজার ৫৫৯ কোটি টাকা খরচ হয়েছিল। আর ওই এডিপির ৮ দশমিক ২৬ শতাংশ বাস্তবায়িত হয়েছিল। জুলাই-সেপ্টেম্বর হিসাবে গত এক বছরের ব্যবধানে ২০ শতাংশের মতো বেশি খরচ হয়েছে।