![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/10/13/143054mrooo-1.jpg)
৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা : ৩৬ নাগরিকের উদ্বেগ
বান্দরবানে ৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৩৬ বিশিষ্ট নাগরিক। তারা ওই অপচেষ্টা বন্ধের পাশাপাশি লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বান্দরবানের লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক বংশানুক্রমে বসবাসরত ৩৯টি ম্রো পরিবারকে তাদের ভূমি থেকে বিতারিত ও উচ্ছেদের উদ্দেশ্যে তাদের জুম জমির ফসল পুড়িয়ে দেওয়া, পানির একমাত্র উৎস ঝিঁড়ির পানিতে বিষ মিশিয়ে দেওয়া, কোম্পানীর পেটোয়া বাহিনীর দ্বারা মারধর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর এক ম্রো আদিবাসীর ৩০০ কলাগাছ কেটে ফেলাসহ আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা করার বে-আইনী ও অমানবিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংখ্যালঘু সম্প্রদায়
- উচ্ছেদ