![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24-english%2Fimport%2Fmedia%2F2019%2F05%2F03%2Ffoni-karnafuli-chittagong030519-1.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=940)
কর্ণফুলীতে ট্রলারডুবি: তিনজনের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ সাতজনের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে দুটি এবং বুধবার গভীর রাতে একটি মরদেহ উদ্ধার হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।
কর্ণফুলী থানার ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডের ঘাটের কাছে মঙ্গলবার রাতে ‘এফভি মাগফেরাত’ নামের মাছ ধরার ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সাতজন নিখোঁজ হন তখন।
এখন পর্যন্ত ট্রলারের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ ও ডক মেম্বার রহমত মিয়ার মরদেহ পাওয়া গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ।
তিনি বলেন, “গভীর রাতে ব্রিজঘাট এলাকায় একজনের এবং সকালে পদ্মা-মেঘনা-যমুনা অয়েল সংলগ্ন অংশে ও ডাঙারচর এলাকার অন্য দুজনের মরদেহ পাওয়া গেছে। স্রোতের সাথে মরদেহগুলো মোহনার দিকে ভেসে এসেছিল।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রলার ডুবি
- মরদেহ উদ্ধার