বিশ্বের প্রথম ক্লাউড গেমিং ল্যাপটপ আনল গুগল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১২:৪৪

বিশ্বের প্রথম ক্লাউড কম্পিউটিং সুবিধা সংবলিত তিনটি গেমিং ল্যাপটপ উন্মোচন করল গুগল। ল্যাপটপগুলোর মডেল হলো এসার ক্রোমবুক ৫১৬ জিই, আসুস ক্রোমবুক ভাইব সিএক্স৫৫ ফ্লিপ ও আইডিয়াপ্যাড গেমিং ক্রোমবুক। চলতি মাসেই এগুলো প্রি-অর্ডার করা যাবে। ল্যাপটপগুলোতে ইনস্টল করা আছে এক্সবক্স ক্লাউড গেমিং (বেটা) ওয়েব অ্যাপ।


এ ছাড়া ক্লাউড গেমিং প্ল্যাটফরম মাইক্রোসফট এক্সবক্স ক্লাউড গেমিং, এনভিডিয়া জিফোর্স নাউ ও অ্যামাজন লুনা সাপোর্ট করবে ল্যাপটপগুলো। ফলে খুব সহজেই গেম বাছাই করে খেলা যাবে, ডাউনলোড করে ইনস্টলের প্রয়োজন পড়বে না। ল্যাপটপগুলোর দাম শুরু হয়েছে ৪০ হাজার টাকা থেকে। সর্বোচ্চ দাম ৮১ হাজার টাকা। তিনটি ল্যাপটপেই আছে ১২০ হার্জের রিফ্রেশ রেটসহ ১৬০০ পিক্সেল রেজল্যুশনের স্ক্রিন, আরজিবি গেমিং কি-বোর্ড ও ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি। ক্লাউড গেমিং ল্যাপটপগুলোতে এক হাজার ৫০০-এরও বেশি গেম রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও