আফ্রিকায় কাশির সিরাপ খেয়ে ৬৯ শিশুর মৃত্যু, ভারতীয় ওষুধ কোম্পানির উৎপাদন স্থগিত
ভারতীয় ওষুধ কোম্পানির কাশির সিরাপ খাওয়ার পর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৬৯ শিশুর মৃত্যু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন প্রতিবেদন প্রকাশের পর গতকাল বুধবার ভারতীয় মেডেন ফার্মাসিউটিক্যালসের সব উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের হরিয়ানায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ সময় নীতিমালা লঙ্ঘনের কিছু প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি বলছে, কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়, ভারত বিশ্বের ফার্মেসি হিসেবে পরিচিত। আফ্রিকার মোট চাহিদার ৪৫ শতাংশ ওষুধই সরবরাহ করে ভারত। কিন্তু সম্প্রতি কাশির সিরাপ খাওয়ার পর গাম্বিয়ার ৬৯ শিশুর মৃত্যুর ঘটনা ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর জন্য খারাপ উদাহরণ। এটি ভারতীয় ওষুধশিল্পের ক্ষেত্রে বড় একটি ধাক্কাও। গত এক দশকে আফ্রিকায় ভারতীয় ওষুধ রপ্তানি দ্বিগুণ বেড়েছে। গত অর্থবছরে আফ্রিকায় ২৪ দশমিক ৫ বিলিয়ন ওষুধ রপ্তানি করেছে ভারত।