কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল

ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ছয়জন। এর মধ্যে বাছাইকালে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ওই দুজনই স্বতন্ত্র প্রার্থী। আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার আঞ্চলিক কার্যালয়ে এ বাছাই অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—মো. কামরুজ্জামান ও মো. আবদুল কাদের। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দুই স্বতন্ত্র প্রার্থী তাঁদের মনোনয়নপত্রের সঙ্গে তাঁদের সমর্থনকারী এক শতাংশ ভোটারের নাম-স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) যে তথ্য জমা দিয়েছিলেন, তার মধ্যে গরমিল পাওয়া গেছে। কারও নামের সঙ্গে এনআইডি মেলেনি। আবার কোনো সমর্থনকারীকে ফোন করে জানা গেছে, এ বিষয়ে তিনি অবগতই নন। ফলে ওই দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বাছাইকাজ পরিচালনা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা মো. হুমায়ূন কবির।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আপিল করতে পারবেন। কাল বৃহস্পতিবার থেকে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনারের সচিবালয়ে এ আপিল করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন