You have reached your daily news limit

Please log in to continue


মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী / ‘আপনারাও ওনাকে দিয়ে জোর করে বলান’

রাজনীতিসহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাঁর মতে, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রদূতদের প্রশ্ন করেন বলেই তাঁরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেন।

বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। আজ তাঁর দপ্তরে এসব কথা বলেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, ‘আপনারাও ওনাকে দিয়ে জোর করে বলান। সে বেচারা (রাষ্ট্রদূত) বাধ্য হয় উত্তর দিতে। আপনারা বিদেশের কাছে ধরনা না দিলেই ভালো। আপনারা আমাদের কাছে আসুন। তাঁদের (বিদেশিদের) কাছে যান বলেই তাঁরা বক্তব্য দেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঔপনিবেশিক মনোবৃত্তির কারণে এখনো আমরা বিদেশি কিছু হলে পছন্দ করি । সে কারণে তাদের কাছে ধরনা দিই। এ অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন