You have reached your daily news limit

Please log in to continue


উচ্চ রক্তচাপের রোগীদের অর্ধেকের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে

উচ্চ রক্তচাপের রোগীদের অর্ধেকের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৩০-৭৯ বছর বয়সী জনগোষ্ঠীর ১.৪ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছেন, যার দুই তৃতীয়াংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনগণ। মঙ্গলবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  উচ্চ রক্তচাপ ও হাইপার এল্ডোস্টেরনিজম বিষয়ক সচেতনতা মূলক ‘স্ক্রিনিং ফর প্রাইমারি অ্যালডোসটেরোনিসম: দ্যা লিডিং কস অব সেকেন্ডারি এইচটিএন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে এন্ডোক্রাইন হাইপারটেনশন স্টাডি গ্রুপ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। সাধারণত  উচ্চ রক্তচাপের কোনও লক্ষ্মণ থাকে না, তবে অনেক মরণঘাতী রোগের কারণ ঘটায়। যেমন- হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, স্ট্রোক, চোখের দৃষ্টিশক্তি হারানো, কিডনি ফেলিউর, রক্তনালির রোগ ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনও কারণ পাওয়া না গেলেও শতকরা ৫-১০ জনের ক্ষেত্রে কারণ নির্ণয় করা যায়। এই রোগী পূর্ণ নিরাময়যোগ্য। যাকে সেকেন্ডারি হাইপারটেনশন বলা হয়। সেকেন্ডারি হাইপারটেনশনের এক তৃতীয়াংশ রোগী হাইপার এল্ডোস্টেরনিজম এ আক্রান্ত। যার রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে এখনও শুরু হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন