You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার ‘গোপন ভোটাভুটি’র আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের

সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ সপ্তাহের শেষের দিকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের এই খসড়া প্রস্তাবসংক্রান্ত ভোটাভুটি গোপন ব্যালটে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ১০৭ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে ভোটাভুটি প্রকাশ্যে হবে, গোপন ব্যালটে নয়। বেশ কয়েকজন কূটনীতিক বলেছেন, এই ভোটাভুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের সাধারণ পরিষদে মাত্র ১৩টি দেশ প্রকাশ্যে ভোট দেওয়ার বিরোধিতা করেছে। অন্য ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন