
চুল পড়া বন্ধে কীভাবে ব্যবহার করবেন আমন্ড অয়েল?
প্রোটিন, ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড অয়েলের রয়েছে অনেক গুণ। এটি নিয়মিত ব্যবহার করলে যেমন কমবে চুল পড়া, তেমনি চুল হবে নরম ও ঝলমলে। জেনে নিন কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন আমন্ড অয়েল বা বাদামের তেল।
১। দই ও আমন্ড অয়েল
টক দইয়ের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে ফেটিয়ে নিন। পরিষ্কার ও শুকনা চুল ভাগ করে লাগান মিশ্রণটি। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২। লেবু ও আমন্ড অয়েল
চুলের গোড়ায় ম্যাসাজ করুন আমন্ড অয়েল ও লেবুর মিশ্রণ। ৫ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৩। আমন্ড অয়েল ও ডিম
একটি ডিম ভালো করে ফেটিয়ে ২ চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি সম্পূর্ণ চুলে লাগান। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৪। অলিভ অয়েল এবং আমন্ড অয়েল
সমপরিমাণ অলিভ অয়েল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৫। মধু ও আমন্ড অয়েল
মধুর সঙ্গে খানিকটা আমন্ড অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- আমন্ড তেল