You have reached your daily news limit

Please log in to continue


গার্লফ্রেন্ডের বিয়ের পরও তাঁর স্মৃতি ভোলা যাচ্ছে না, এই ৫ কৌশলে মন থেকে মুছে ফেলুন

Forget Girlfriend: জীবনের সব কিছু আমাদের মন মতো এগিয়ে যায় না। আমাদের কত চাওয়া তো না পাওয়ার দেশে বিশ্রাম নেয়। তবে কি আমরা বসে থাকব! না, জীবন চলতে থাকবে আপন বেগ। এই যেমন ধরুন আপনি যাকে ভালোবাসলেন, তাঁর হয়ে গেল অন্য কারও সঙ্গে বিয়ে (Marriage)। এরপর আপনি কী দেবদাস হয়ে যাবেন! না একেবারেই নয়, বরং আপনাকে চেষ্টা করতে সেই স্মৃতি ভুলে যাওয়ার। এবার আসুন জানা যাক সেই সম্পর্কে কিছু পরামর্শ (Relationship Advice)।

আমাদের ভালোবাসার (Love) অনুভূতির প্রতি কোনও নিয়ন্ত্রণ নেই। অনেককেই ভালোবাসা সম্ভব একই জীবনে। আবার এমনটাও হতে পারে যে এমন একজনকে ভালো লাগল, যে তার বাইরে আর কাউকে পছন্দ হচ্ছে না। এই দুই ধরনের পরিস্থিতিতে জীবন একদম আলাদাভাবে এগিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন