পুজোর পরে ত্বকে এসেছে ক্লান্তির ছাপ? কোন টোটকায় বরফ ব্যবহার করলে ফিরে পাবেন জেল্লা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১৯:৩৭

সদ্য কেটেছে দুর্গাপুজোর আমেজ। সামনেই আবার কালীপুজো! তবে এ ক’দিন চড়া মেক আপ করে ত্বকের বেহাল দশা! ত্বক দেখাচ্ছে জেল্লাহীন! এই সময়ে ত্বকের যত্ন না নিলে কিন্তু মুশকিল। দামি প্রসাধনী নয়, কেবল বরফের টুকরো দিয়েই আপনার ত্বকের হাজার সমস্যার সমাধান হতে পারে। ত্বকে ক্লান্তির ছাপ, ব্রণর সমস্যা, যে কোনও ধরনের প্রদাহ এমনকি চোখের তলায় কালি দূর করতেও বরফের জুড়ি মেলা ভার! তবে শুধু বরফ নয়, জলের মধ্যে বেশ কিছু উপাদান মিশিয়ে নিলে জেল্লা বাড়বে আরও! জেনে নিন সেগুলি কী কী।


১) কয়েকটি তুলসী পাতা বেটে নিয়ে জলে গুলে নিন। এ বার তার সঙ্গে ২ চামচ অ্যালো ভেরা জেল নিয়ে জলে ভাল করে গুলে নিন। এই মিশ্রণ দিয়ে বরফ জমিয়ে নিন। অ্যালো ভেরা ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ব্রণর সমস্যা দূর করে। তুলসী পাতাও ত্বককে ঠান্ডা করে। এই মিশ্রণ ট্যান দূর করতেও সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও