আইসিসির মাসের সেরা রিজওয়ান ও হারমানপ্রীত
প্রথম আলো
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১৬:৫৬
এমন দিনে সেরার স্বীকৃতি পেলে হয়তো ঠিকমতো উদ্যাপনও করতে পারতেন না নিগার সুলতানা।
দিনের প্রথম ভাগে নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ, যে হারে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে নিগার সুলতানার দলের। এমন দিনে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।
মাস–সেরার সংক্ষিপ্ত মনোনয়নে ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার। সঙ্গে ছিলেন ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত নিগার ও মান্ধানাকে টপকে সেপ্টেম্বরে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত।
ছেলেদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় তাঁর সঙ্গে ছিলেন ভারতের অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে