প্রযুক্তির যত উন্নতি হচ্ছে মানুষ তত প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ ফাইল কিংবা কোনো গোপন নথি এখন চাইলেই স্মার্টফোনে রাখা সম্ভব। তবে ফোন চুরি অথবা হারিয়ে গেলে তখন কি হবে এমন প্রশ্ন সবার মধ্যে থাকাই স্বাভাবিক।
ফোন হারালে করণীয়
ফোন চুরি বা হারিয়ে গেলে সবার আগে সিম ব্লক করতে হবে, অন্য ফোনে নিজের জিমেইলে লগইন করে গুগল ফটোসে কিংবা ড্রাইভে থাকা সমস্ত ডেটা মুছে ফেলতে হবে। ব্যক্তিগত ছবি, ভিডিও এবং ফাইলগুলোকে প্রতারকদের থেকে সুরক্ষিত রাখতে আপনার ফোনটা সবার আগে ব্লক করতে হবে।
ফোন ব্লক করার উপায়
মোবাইল ফোন থেকে দূরে থেকেও ফোনটি ব্লক করতে পারেন। সিইআইআর ওয়েবসাইটের (www.ceir.gov.in ) এটি করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনাকে বেশ কিছু তথ্য ওয়েবসাইটে জমা দিতে হবে, যেমন এফআইআরের কপি, মোবাইল কেনার বিল, পুলিশ অভিযোগ নম্বর।