কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রওশনকে ‘সতর্ক’ করবে জাপা

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২, ১৪:৫৬

সম্মেলন ডেকে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদকে ‘সতর্ক’ করবে জাতীয় পার্টি (জাপা)। এরপরও নিবৃত্ত না হলে দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দলের সাবেক মহাসচিব মসিউর রহমানকে জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের পদ থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপা। এমনকি দলে তাঁর প্রাথমিক সদস্যপদও আর থাকছে না।


জাপার প্রেসিডিয়াম (সভাপতিমণ্ডলী) ও সংসদ সদস্যদের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে রুদ্ধদ্বার ওই সভা হয়।


সভায় অংশ নেওয়া জাপার প্রেসিডিয়ামের চারজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকালের সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল রওশন এরশাদ ও তাঁর ছেলে রাহগির আল মাহীর (সাদ এরশাদ) প্রসঙ্গে। জাপার দশম সম্মেলনের নামে রওশন এরশাদকে ঘিরে কিছু সাবেক নেতার সাম্প্রতিক তৎপরতার বিষয়টি আলোচনা তোলেন একাধিক সদস্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও