কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ার চাই ‘তৃতীয় ফ্রন্ট’: টার্গেট বাংলাদেশ নাকি জাপান?

বাংলা ট্রিবিউন মো. আবুসালেহ সেকেন্দার প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১৮:৪৪

রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করেছে। রাশিয়া যুদ্ধের লাভ ক্ষতি হিসেব না করে যতটুকু পেয়েছে তা নিয়েই আপাতত এই যুদ্ধের ইতি টানতে চাইছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রথম দিকে কিয়েভের ক্ষমতার পরিবর্তন করতে চেয়েছিল। কিয়েভ দখল করে জেলনস্কিকে হটিয়ে রাশিয়াপন্থী পুতুল সরকার প্রতিষ্ঠা তাদের লক্ষ্য ছিল। ওই কারণে তারা কিয়েভ আক্রমণও করে। কিন্তু শেষপর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে তাদের ওই পরিকল্পনা ভেস্তে যায়। তাদের পক্ষে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করা সম্ভব হয়নি। কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়াকে তার লক্ষ্য পরিবর্তন করতে হয়। পরিবর্তিত অবস্থায় রাশিয়া যতদূর পারা যায় ইউক্রেনের ভূমি দখলে তৎপর হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর প্রবল আক্রমণের মুখে রাশিয়া তার ভূমি দখলের ওই লক্ষ্য থেকেও সরে যেতে বাধ্য হয়েছে। এখন রাশিয়ার সেনারা আক্রমণের বদলে প্রতিরোধ করছে। ফলে রাশিয়া এখন যতটা সম্ভব ই্উক্রেনের ভূমি তার দখল রাখতে মরিয়া হয়ে লড়ছে।


রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জিতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কৃষ্ণ সাগরের উত্তরের ক্রিমিয়া দখল করে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এবারও এই যুদ্ধের ফল হিসেবে তারা রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের ভূমি রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে তৎপর। এবারের লক্ষ্য পূর্ব ও দক্ষিণ ইউক্রেন। ওই লক্ষ্যে রাশিয়া তার দখলকৃত পূর্ব ইউক্রেনের অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক এবং দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিঝিয়ায় গণভোট আয়োজন করেছে। রুশ সেনারা ওইসব অঞ্চলের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিয়েছে। ভোটের ফলও প্রকাশিত হয়েছে। রাশিয়ার তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে অনুষ্ঠিত যুদ্ধরত অঞ্চলের ওই গণভোট আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখান করলেও রাশিয়া ওই ভোটের ফল ঘোষণা করে দাবি করেছে ওইসব অঞ্চলের জনগণ তাদের পক্ষে ভোট দিয়েছে। তারা ওইসব অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে ভোট দিয়েছে। এ থেকে স্পষ্ট যে তড়িঘড়ি করে গণভোটের দোহাই দিয়ে রাশিয়া ওইসব অঞ্চলকে তার দখলে নিতে চাইছে। যুদ্ধে ক্লান্ত রাশিয়ার সেনারা যুদ্ধের ইতি টানার পথ খুঁজছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও