![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/10/08/145558anuJPG800x483_(1).jpg)
ইরানের নারীদের সমর্থনে চুল কাটলেন ভারতের নয়ডার অনুপমা
ইরানে ২২ বছর বয়সী তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলছেই। বিশ্বের নানা প্রান্তেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ইরানের হিজাববিরোধী বিক্ষোভে নারীদের সমর্থন জানিয়ে নিজের মাথার চুল কেটে ফেলেছেন ভারতের উত্তরপ্রদেশের নয়ডার এক নারী।
অনুপমা ভরদ্বাজ নামে ওই নারী সাফ জানিয়েছেন, ইরানের বিক্ষোভরত নারীদের সমর্থন দিয়েই নিজের চুল কেটে ফেলেছেন।
এর আগে ইরানের বিক্ষোভরত নারীদের প্রতি সমর্থন জানিয়ে নিজের চুল নিজেই কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমপি)। ইউরোপীয় পার্লামেন্টের ওই সদস্যের নাম আবির আল-সাহলানি।