কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুরির গাড়ি নিলামে, চলছে হবিগঞ্জে

প্রথম আলো হবিগঞ্জ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১৪:১৮

আড়াই বছর আগে চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার সিলেটের হবিগঞ্জে রাস্তায় চলাচল করছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও থানা-পুলিশের গাফিলতির কারণে প্রকৃত মালিকের হাতছাড়া হয়ে যায় গাড়িটি। চুরির ঘটনায় করা মামলার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ তথ্য পায়। গাড়িটি জব্দের জন্য আদালত নির্দেশ দিলেও নবীগঞ্জ থানা-পুলিশ বলছে, তাদের চোখের সামনে পড়ছে না। অন্যদিকে বর্তমানে ব্যবহারকারী গাড়ি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন।


সিআইডি সূত্র জানায়, মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় নবীগঞ্জ থানা-পুলিশ গাড়িটি উদ্ধার করে মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে চিঠি দেয়। কিন্তু সেখান থেকে প্রকৃত মালিকের নাম-ঠিকানা না দিয়ে একটি মোটরসাইকেলের মালিকের ঠিকানা দেওয়া হয়। প্রাইভেট কারের বদলে মোটরসাইকেলের মালিকের ঠিকানা দিলেও থানা-পুলিশ তা এড়িয়ে যায়। পরে গাড়িটি নিলামে বিক্রির জন্য মালখানায় দেয় পুলিশ। সেখানেও গাড়িটির ইঞ্জিন, চেসিস ও নিবন্ধন নম্বরের সঙ্গে বিআরটিএ থেকে পাঠানো ঠিকানা যাচাই-বাছাই করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে নিলামে গাড়িটি বিক্রি হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও