রাখাইনে সংঘর্ষ: দ্বিমুখী সংকটে বাংলাদেশ
রাখাইনে উত্তপ্ত পরিস্থিতির দিকে সজাগ নজর রাখছে বাংলাদেশ। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে রাখাইনের আরাকান আর্মির সংঘর্ষের প্রভাবে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। এজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ওই অঞ্চলে ঘনীভূত সংকটের কারণে দ্বিমুখী সমস্যায় রয়েছে বাংলাদেশ। একদিকে রাখাইনে সংঘর্ষের কারণে সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠছে। অপরদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ অভ্যন্তরীণভাবে নিজেকে প্রস্তুত রেখেছে। এছাড়া আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতৃত্বের সঙ্গে রোহিঙ্গা বিষয়ক অনুষ্ঠানগুলোতে এ বিষয়ে আলোচনাও হয়েছে বাংলাদেশের।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য রোহিঙ্গা প্রত্যাবাসন। কিন্তু সংঘর্ষের কারণে রাখাইনে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করছে। এজন্য এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি সম্পৃক্ততা চায় সরকার।’