কেরুর মদের উৎপাদন বাড়লেও বাজারে আকাল, ফাঁক কোথায়?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ২০:৫৯
বাংলাদেশে অ্যালকোহলিক বেভারেজ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদন বাড়ছে, সেই সঙ্গে বিক্রিও; কিন্তু বার ও রেস্তেরাঁগুলো চাহিদা অনুযায়ী তা পাচ্ছে না।
ঢাকার কয়েকটি বারের কর্মীরা জানালেন, যতটা তাদের চাহিদা, কেরু সে অনুযায়ী দিতে পারছে না। কেরুর এজেন্টদের কাছ থেকেও শোনা গেল একইরকম কথা।
বাংলাদেশের অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, মদ কেনাবেচা, পান, পরিবহনের ক্ষেত্রে আলাদা আলাদা লাইসেন্স, পারমিট ও পাস থাকতে হয়। কখন মদ বিক্রি করা যাবে, কাদের কাছে বিক্রি করা যাবে, কোথায় বসে খাওয়া যাবে– এর সবই সেখানে নির্ধারণ করে দেওয়া আছে।