সৌদি আরবের অক্সাগন: বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শহর

www.tbsnews.net সৌদি আরব প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১৯:০৯

বৈশ্বিক উৎপাদন শিল্পের আমূল পরিবর্তন আনার উদ্দ্যেশে সৌদি আরব একটি ভাসমান শহর নির্মাণ করছে। দেশটির মেগাপ্রজেক্ট 'নিওম'-এর অংশ এই নতুন শহরটির নাম ''অক্সাগন'।


অক্সাগন-এর বাংলা তর্জমা হলো অষ্টভুজ। সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরের পাড়ে নির্মাণাধীন ভাসমান শহরটি দেখতেও ঠিক একটি অষ্টভুজের মতো।


শহরটি তৈরির কাজ উদ্বোধনের সময় সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছিলেন যে অক্সাগন হবে নতুন লজিস্টিক কেন্দ্র যা ভবিষ্যতে শিল্পোন্নয়নে বিশ্বের পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও