সাগরকন্যায় পর্যটকদের ভিড়, হোটেল-মোটেল খালি নেই

বাংলা ট্রিবিউন কুয়াকাটা সৈকত প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪৬

কয়েকদিনের টানা ছুটিতে পর্যটকে মুখর সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। ইতোমধ্যে প্রায় সবগুলো হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। কোনও কক্ষ খালি না থাকায় পর্যটকদের আবাসন সুবিধা দিতে হিমশিম খাচ্ছেন হোটেল-মোটেল মালিকরা। আগামী ১০ অক্টোবর পর্যন্ত হোটেল-মোটেলের কক্ষ বুকিং নিয়েছেন পর্যটকরা। এমনটি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতে ভিড় দেখা গেছে নানা বয়সী মানুষের। সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে নেমেছেন হাজারো পর্যটক। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন সবাই।


পর্যটন ব্যবসায়ী ও হোটেল-মোটেল মালিকরা জানিয়েছেন, টানা ছুটিতে কুয়াকাটায় ঘুরতে এসেছেন অর্ধলক্ষাধিক পর্যটক। গত বুধবার সকাল থেকে পর্যটকরা আসতে শুরু করেন। ইতোমধ্যে হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষে অবস্থান নিয়েছেন তারা। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও