কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কী দেখবেন, কোথায় দেখবেন

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪২

আই অ্যাম নট আ রোবট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির ২৫ থেকে ২৮ পর্ব। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ার সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখছেন দর্শক। সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সু বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এ কনটেন্টের মূল আকর্ষণ।


কার্তিকিয়া ২
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৫ অক্টোবর
গত ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অল্প বাজেটের তেলেগু ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। প্রথম পাঁচ দিনে হিন্দি ও তেলেগু সংস্করণ মুক্তির তৃতীয় সপ্তাহে আয় ১০০ কোটি রুপি। এবার ওটিটিতে মুক্তি পেয়েছে ছবিটি। চান্দু মোনদেতি পরিচালিত ছবিটি পরিচালকের ২০১৪ সালে তৈরি কার্তিকিয়ার সিকুয়েল। অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ, অনুপমা প্রেমামেশ্বরন ও অনুপম খের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও