কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিগারের ঝোড়ো ফিফটি, ফারিহার হ্যাটট্রিকে মালয়েশিয়াকে পাত্তা দিল না বাংলাদেশ

প্রথম আলো প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৮:২৫

ম্যাচের ফলাফলটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানার ফিফটিতে বাংলাদেশ নারী দল ৫ উইকেটে ১২৯ রান করে ফেলে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ১ নম্বর মাঠের মন্থর আউটফিল্ডে এই রান মালয়েশিয়ার মেয়েরা টপকে যাবেন, ইনিংস–বিরতিতে এমন ভাবার মতো খুব বেশি মানুষ থাকার কথা নয়। শেষ পর্যন্ত হয়েছেও তা–ই। ৮৮ রানের বিশাল জয়ে সিলেটের সোনালি বিকেল রাঙিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তাতে বাড়তি রং যোগ করেছেন ফারিহা ইসলাম, অভিষেকেই হ্যাটট্রিক করে।


বাংলাদেশের প্রত্যাশিত জয় দেখতে আসা দর্শকদের জন্য বিনোদনের কমতি ছিল না মোটেও। বড় একটা ধন্যবাদ প্রাপ্য ফারিহা ইসলামের। দুপুরের রোদে ঝিমিয়ে পড়া সিলেটের দর্শকদের তিনি উল্লাসে মাতিয়েছেন হ্যাটট্রিক করে। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচটাও রাঙিয়েছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের বিপক্ষে হারের পর আবার জয়ের ধারায় ফিরল বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও