পলাতক লামিচানে দেশে ফিরেছেন?

প্রথম আলো প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১২:৫৮

ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক মাস পর আজ দেশে ফেরার কথা জানিয়েছেন নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে।


নেপাল সময় সকাল ১০টায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। ‘ষড়যন্ত্রমূলক মামলা’য় আইনি লড়াই চালিয়ে আবারও ক্রিকেট মাঠে ফেরার প্রত্যয় জানিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।


১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লামিচানের বিরুদ্ধে মামলা হয় গত মাসের প্রথম সপ্তাহে। ওই সময় সিপিএল টি–টোয়েন্টি খেলতে ক্যারিবিয়ানে ছিলেন তিনি। দুই দিন পর কাঠমান্ডুর একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


এ ঘটনায় নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন) লামিচানেকে জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। বাদ পড়েন সিপিএল থেকেও।


তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে দেশে ফিরে আইনি লড়াইয়ের কথা জানান লামিচানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও