গুম হওয়ার ছয় বছর পর কঙ্কাল উদ্ধার

বণিক বার্তা রাজাপুর (ঝালকাঠি) প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ২১:১৪

ঝালকাঠির রাজাপুরে গুম হওয়ার ছয় বছর পর খাইরুল মীর নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার বিকেলে উপজেলার কানুদাশকাঠি গ্রামের একটি মসজিদের পেছন থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।


পরে সন্ধ্যায় ঝালকাঠি সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক জানান, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে চারজনে মিলে খাইরুলকে হত্যা করে মাটি চাপা দেয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর রাজাপুর উপজেলা সদরের বাইপাস এলাকার বাড়ি থেকে খাইরুল মীরকে মোবাইল ফোনে নলবুনিয়া গ্রামে ডেকে নেয় ফোরকান নামে এক মাদক ব্যবসায়ী। নলবুনিয়া গ্রামের মনির হোসেনের বাড়িতে খাইরুল মীরকে পিটিয়ে হত্যা করে ফোরকান, সোহাগ, মনির ও গিয়াস। পরে তার মরদেহ মনিরের বাড়ির পাশে মাটি চাপা দেয়া হয়। ঘটনার এক মাস পরে ওই চারজন মিলে সেখান থেকে মরদেহ তুলে পাশের গ্রাম কানুদাশকাঠি গ্রামের একটি মসজিদের পেছনে বাঁশঝাড়ের মধ্যে আবার মাটি চাপা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও