আলঝেইমারস রোগীর ক্ষেত্রে পরামর্শ
আলঝেইমারস মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। এটা কোনো মানসিক রোগ নয়। মানসিক রোগ বলতে বোঝায়, যেখানে ব্রেইন স্ট্রাকচার স্বাভাবিক কিন্তু আচরণ অস্বাভাবিক থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব ক্রমে লোপ পেয়ে যায়। সাধারণত প্রবীণরাই এ রোগে বেশি ভুগে থাকেন। তারা হঠাৎ করে অনেক কিছু ভুলে যান। ফলে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা দেয়। আলঝেইমারস রোগ হলো ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ। এ সমস্যা তীব্র অবস্থায় চলে গেলে এটি রোগীকে তার দৈনন্দিন কাজ করতে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে চিনতে এবং কোনো কথা বুঝতে বাধা সৃষ্টি করে থাকে। এটি একটি মারাত্মক রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ অবস্থায় নিয়ে যায়।
যে কারণে হয় : চিকিৎসাবিজ্ঞানের মতে, বংশ ও জিনগত, জীবনযাপনের ধরন এবং পরিবেশগত কারণে এ রোগ হতে পারে। এই রোগে একটি বিশেষ ধরনের প্রোটিন মস্তিষ্কের কোষে জমা হয়ে ক্ষতি সাধন করে এবং তা নষ্ট করে ফেলে। এসবের মূলে রয়েছে নন-এনজাইমেটিক গ্লাইকেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রডাক্ট জমা হওয়া। এগুলো নিউরন এবং সেগুলোর আন্তসংযোগ নষ্ট করে দেয়। গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকলে ধীরগতিতে এবং বেশি থাকলে দ্রুতগতিতে এসব পরিবর্তন ঘটতে থাকে।