![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_315861_1.jpg?t=1664941486)
স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে শীর্ষে ডাইমেনসিটি ৯০০০+
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৯:৫১
সম্প্রতি চীনের বাজারে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে সফটওয়্যার বেঞ্চমার্কিং টুল আন্টুটু। র্যাংকিংয়ের দিক থেকে স্ন্যাপড্রাগনের সব প্রসেসরকে ছাড়িয়ে গেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০+। খবর গিজচায়না।
তালিকার তথ্যানুযায়ী, ১১ লাখ ২৩ হাজার ৩৬ পয়েন্ট নিয়ে স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসরকে পেছনে ফেলেছে আসুসের রগ৬ স্মার্টফোনে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, রগ৬ স্মার্টফোনটি শুধু ভালো স্কোরই অর্জন করেনি। পাশাপাশি ডিভাইস থেকে তাপ নিরোধনেও ভালো সক্ষমতা দেখিয়েছে। ডিভাইসটিতে স্মার্টফোনের বাজারে প্রথমবারের মতো সানরুফসহ তাপ নিরোধক ডিজাইন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি রগ৬-এর ডিজাইস ও ডাইমেনসিটি ৯০০০ প্লাসের সমন্বয় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পেরেছে।