You have reached your daily news limit

Please log in to continue


মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের মধ্যে পড়ে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

নিহত শান্তিরক্ষীরা হলেন—সৈনিক জসিম উদ্দিন (৩১)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাটিলা গ্রামে; সৈনিক জাহাংগীর আলম (২৬), তাঁর বাড়ি নিলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ টিট পাড়া গ্রামে; সৈনিক শরিফ হোসেন (২৬), তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাড়াক রুয়া গ্রামে। আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন