এক লাখ অবৈধ বিদেশি
বিশ্বের বিভিন্ন দেশের ৯৭ হাজার ৬৯৫ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে। বছরের পর বছর ধরে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দাবড়ে বেড়াচ্ছে। এদের কেউ কেউ ব্যবসা-বাণিজ্য ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। আবার কেউ অপহরণ, ছিনতাই, প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। এসব অবৈধ বিদেশির কারণে সরকার প্রতি বছর সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি বিদেশি নাগরিকদের ভিসার শ্রেণিভিত্তিক অপব্যবহারের ফলে অর্থনৈতিক ক্ষতি ও জাতীয় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, যেসব বিদেশি নাগরিক ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আমাদের কাছে তথ্য এসেছে, অনেকে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা নবায়ন করছে না। ভিসা ছাড়া কোনো ভিনদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে পুলিশকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।