রেস্তোরাঁয় খেতে গিয়ে হলেন বিরল মুক্তার মালিক
বেড়ানো একটু খরুচে ব্যাপারই। অনেক সময় পকেট খালি করেই বাড়ি ফিরতে হয়। কিন্তু সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়ে পকেট বেশ ভারী করেই ফিরেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাসিন্দা স্কট ওভারল্যান্ড।
শখ করে ঝিনুকের শাঁস খাওয়ার সময় ওভারল্যান্ডের দাঁতে আটকায় আস্ত এক মুক্তা। পরে জানতে পারেন মুক্তাটি বিরল, যার দাম কয়েক হাজার ডলার।
ঘটনাটি ঘটেছে ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের রেহোবোথ সমুদ্রসৈকত এলাকার এক রেস্তোরাঁয়। ওভারল্যান্ড বলেন, ‘খাবারের শেষের দিকে হুট করে দাঁতে বেশ শক্ত কী যেন আটকে যায়। প্রথমে ভেবেছিলাম ঝিনুকের খোল বা এ রকম অন্য কিছু। কিন্তু পরে অবাক হয়ে দেখি জিনিসটা ছোট হালকা বেগুনি একটি মুক্তা। ’