হাসিতেই মিথ্যা অভিযোগের জবাব দিতে চান নাফিস ইকবাল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১২:৫৩

কয়েকদিন আগে সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে সরিয়ে বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।


দায়িত্ব থেকে সরানোর দুই দিন পর নাফিস ইকবাল জানান, মিথ্যা অভিযোগের জবাব দেওয়ার জন্য বড় উপায় হলো হাসি।


নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে নাফিস লেখেন, ‘মিথ্যা অভিযোগের জবাব দেওয়ার সর্বোত্তম উপায় হাসি। সর্বশক্তিমান আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস রাখছি।’


এর আগে গুঞ্জন উঠেছিল, টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার কারণে নাফিসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন নাফিস। 


এ বিষয়ে তিনি বলেন, হ্যাঁ আমাকে আরব আমিরাত সফরের আগেই জানানো হয়েছিল এবং সেটা সম্মানের সাথেই আমাকে জানানো হয়েছিল। আমি আগে ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার ছিলাম, এখনো তাই আছি। দলে আসলে ফিক্সড টিম ম্যানেজার বলে কেউ নাই, এটা আসলে রোটেশান পলিসি বলা যায়। আমি বিসিবির সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও